মীরসরাইয়ে ৮ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৫:০৯ অপরাহ্ণ

দীর্ঘ ৮ বছর আগে মীরসরাই উপজেলার ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনতাজ জলদাশকে (৩২) কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রোববার (১৬ জুন) সকালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন দোলখাড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনতাজ জলদাস এতদিন চট্টগ্রাম এবং কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ৮ বছর নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিল। র‌্যাব-৭ এর চট্টগ্রাম দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯ এপ্রিল ১৩ বছরের শিশু ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মনতাজ জলদাশের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলায় বিচারক মনতাজ জলদাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁও’য়ে চসিকের স্পোর্টস জোন
পরবর্তী নিবন্ধএসি বিস্ফোরণে দগ্ধ মহেশখালীর একই পরিবারের ৪ জনের মৃত্যু