মীরসরাইয়ে ৫৪ সড়কের ২০০ কিলোমিটার ক্ষতবিক্ষত

বড় বড় গর্ত, ধসে গেছে অনেক স্থান

মাহবুব পলাশ, মীরসরাই | শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৪:১৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বন্যা পরবর্তী পরিস্থিতিতে মানুষের বাড়ি ফিরে যাবার পর খাবার, সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। পথঘাট সব ভেঙে যাওয়ায় রয়েছে যোগাযোগ সংকটও। কিছু এলাকায় এখনো বিদ্যুৎ সঞ্চালন শুরু হয়নি। উপজেলার ৫৪ টি সড়কের ক্ষতবিক্ষত অবস্থা না সারলে মানুষের যোগাযোগেও বেশ দুঃসহ হয়ে উঠবে। আবার কিছু মানুষের বাসস্থান বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় জীবন যাপন হয়ে উঠেছে মানবেতর।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, উপজেলার ৫৪ টি সড়কই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট রোড, করেরহাটমনিরামপুর সড়ক, হাবিলদারবাসাঅলিনগর সড়ক, ঠাকুরদীঘিছত্তরভূঞারহাট সড়ক, মীরসরাইসুফিয়া রোড সড়ক, বড়তাকিয়া দুয়ারু সড়ক সহ উপজেলা অধিকাংশ সড়কের দশা বেহাল। সকল সড়কে বড় বড় গর্ত সহ ধসে গিয়েছে অনেক স্থান। কোথাও কোথাও কংক্রিট, সুরকি, ইটও উঠে গিয়ে পুরো আস্তরণই নেই। যানবাহন চলাচল করতে হচ্ছে হেলেদুলে। কখনো যানবাহনও আটকে যাচ্ছে বিভিন্ন সড়কে। এই বিষয়ে মীরসরাইয়ের উপজেলা পরিষদের প্রকৌশলী রনি সাহা বলেন, আমরা ইতিমধ্যে ৫৪ টি রাস্তার প্রায় ২০০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত পেয়েছি। কিছু রাস্তা ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। অবশিষ্ট সড়কগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে শীঘ্রই সংস্কার উদ্যোগ নেয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরেজমিনে আরো দেখা গেছে, এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষ আগে খাবার জোগাড় করবে নাকি বাড়ি ঘর বসবাসের উপযোগী করবে ? কাঁচা ঘরগুলোর অনেকের বেড়া নেই, থাকা ও রান্নার উপযোগী নেই ঘরদোর। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, আমরা চেষ্টা করছি নিজ নিজ বাড়িতেই নিজেরা আগের মতো সুস্থ জীবনে ফিরে যেতে সহযোগিতা করতে। চেষ্টা করা হচ্ছে সকলকে সহযোগিতার। ক্ষয়ক্ষতি সম্মুখীন ও অভাবী লোকের পরিসংখ্যান এখনো নির্ণয় সম্ভব হয়নি। ধারণা করা যাচ্ছে, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত খেটে খাওয়া শ্রেণীর অন্তত ৫ হাজার মানুষের বাসস্থান এবং কিছুদিনের খাবারের চাহিদা প্রকট হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জেলা ও মহানগরে নতুন দায়রা জজ নিয়োগ
পরবর্তী নিবন্ধত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, সীতাকুণ্ডে ৯ স্বেচ্ছাসেবক আহত