মীরসরাইয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ আটক ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে তল্লাশি

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:০৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নিজামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

মীরসরাই থানা সূত্রে জানা যায়, আটক হওয়া মাদক কারবারীরা হলো, পটিয়া উপজেলার কুসুমপুর ইউনিয়নের মহিরা গ্রামের মৃত ইদ্রিসের ছেলে মো. নুরু প্রকাশ মামুন (২৩), একই এলাকার আহমদ হোসেনের বাড়ির আব্দুল মান্নানের ছেলে মো. ইসমাইল (৫০) ও বাকলিয়া সৈয়দ শাহ রোড এলাকার নুরুল কবিরের বাড়ির হুমায়ুন কবিরের ছেলে মো. মিছবাহ সিদ্দিক বাপ্পী (২৫)

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগাম সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করা হয়। এসময় ফেন্সিডিল বহনকারী মিনি ট্রাকও জব্দ করা হয়েছে। জব্দ ফেন্সিডিলের আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। জব্দকৃত মিনি ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। এগুলো ভারতবাংলাদেশ সীমান্তের ফেনী থেকে চট্টগ্রামে পাচার হচ্ছিল। আটক তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের নেপথ্যে আরও কোন মাথা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর কুরআন এবং রাসুলের (সাঃ) সুন্নাহকে জীবনের পাথেয় বানাতে হবে
পরবর্তী নিবন্ধসামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় শেখ হাসিনার সরকার সারাবিশ্বে রোল মডেল