মীরসরাইয়ে ১৫ কিমিজুড়ে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মাহবুব পলাশ, মীরসরাই  | শনিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:১৮ পূর্বাহ্ণ

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার প্রায় ১৫ কিলোমিটারজুড়ে প্রায় ২ ঘন্টা ধরে যানজটের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে বৃষ্টিপাতের দরুন একটি ট্রাক পিছলে যাবার পর সোনাপাহাড় থেকে বড়তাকিয়া পর্যন্ত বিকেল ৪টা থেকে সৃষ্ট এই যানজট অবশেষে সন্ধ্যা নাগাদ নিরসন হয়।

প্রাপ্ত তথ্যে ও সরেজমিনে জানা গেছে গতকাল শুক্রবার বিকেল ৫টায় মহাসড়কের মীরসরাই সদর থেকে বারইয়ারহাটের দিকে চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ ট্রাকবাসের সারি আটকে থাকতে দেখা গেলে জনৈক ট্রাক চালক রমিজ উদ্দিন (৫৪) বলেন, সোনাপাহাড় এলাকা থেকে এই যানজট ঠাকুরদীঘি এলাকায় একটি ট্রাক উল্টে ছিল, আবার উল্টোপথে ও কিছু বাস এবং বড় গাড়ি যেতে চাইছিল তাই কোথাও দুটি লেন আটকে যাবার আশংকা হয়েছিল। উত্তরা পরিবহনর জনৈক চালক আব্দুল গফুর (৪৪) বলেন, মিঠাছরা এলাকায় কিছু বাস উল্টোপথেই রীতিমতো জ্যাম সৃষ্টি করেছে। আবার মীরসরাই সদর এলাকার জ্যাম পার হতে অনেক বাস বিকেল থেকে সন্ধ্যা নাগাদ উল্টোপথে পার হয়েছে। এসময় ঢাকা ও উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামমুখী অনেক বাসের দূরদূরান্তের যাত্রীদের সাময়িক ভোগান্তিতে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মহাসড়কের হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল সরকার এই যানজটের বিষয়ে বলেন, মীরসরাই সদরের দক্ষিণ পাশের বাদামতলী এলাকায় তাহের ব্রাদার্সের পাশে একটি ড্রাম্পট্রাক গর্তে স্কেল ভেঙে আটকে পড়ার দরুণ সাধারন ক্রেন দিয়ে তা তোলা সম্ভব হয়নি। চট্টগ্রাম থেকে হেভি ক্রেন দিয়ে তা উদ্ধারের জন্য এই যানজট সৃষ্টি হয়। তবে সন্ধ্যার মধ্যেই মহাসড়কের উভয় লেন স্বাভাবিক হয়ে উঠে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিন কি জাতিসংঘের পূর্ণ সদস্য হতে পারবে?
পরবর্তী নিবন্ধঅর্জিত স্বাধীনতায় থাবা দেওয়ার চেষ্টা রুখে দেওয়া হবে : সারজিস