মীরসরাইয়ে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের মতবিনিময় সভা

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যখাতে সংস্কার চেয়েছেন অংশীজনেরা। একইসাথে মানহীন প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসাখাতে আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণসহ সরকারিবেসরকারি হাসপাতালের নানা সংকট নিয়ে আলোচনা উঠে আসে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত সকল চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। গতকাল মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এখানকার স্বাস্থ্যখাত নিয়ে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন, সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাছির উদ্দিন, নিজাম উদ্দিন, এম মাঈন উদ্দিন, ইকবাল হোসেন, সাদমান সময় প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ছয়
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির স্যোশিওলজি বিভাগের সেমিনার