দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে।
সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমে চট্টগ্রাম-১ মীরসরাই আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শুরু হয়। শুরুতেই এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন মনোনয়ন পত্র বাছাইকালে মোট ভোটের ১ শতাংশ সমর্থক ভোটারের ১০ জনের মধ্যে ৩ জনের স্বাক্ষর ভূয়া বলে প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।
এরপর এই আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের মনোনয়ন পত্র বাছাই শুরু হয়। তার হলফনামাসহ যাবতীয় কাগজপত্র ঠিক থাকায় তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
আজ রবিবার ৩ ডিসেম্বর সকাল ১০ টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই শুরু হয়।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের এক শতাংশ সমর্থক ভোটারের যে তালিকা দাখিল করেছেন তার মধ্যে ১০ জন ভোটারের স্বাক্ষর যাচাই বাছাইকালে ৭ জন সঠিক পাওয়া গেছে এবং ৩ জন প্রার্থীর পক্ষে সমর্থক সূচক তালিকায় স্বাক্ষর করেননি বলে তাদের আত্মীয় স্বজনরা জানিয়েছেন। এই তিনজন বিদেশে আছেন।
১১টা ৫ মিনিটে শুরু হয় চট্টগ্রাম-ফটিকছড়ি আসনের বাছাই। প্রথমে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির মনোনয়ন পত্র বাছাইয়ের জন্য নেয়া হয়।
প্রথমে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। এই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহজাহানের মনোনয়ন পত্র বাতিল হয়।