মীরসরাইয়ে সিএনজিকে লরির ধাক্কা, শিশুর মৃত্যু

‎মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৭ জুলাই, ২০২৫ at ৫:২০ অপরাহ্ণ

মীরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা (৫) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলিফা উপজেলার ১৪নং হাইতকান্দি ইউনিয়নের মোহাম্মদ জহিরের ছোট সন্তান৷

‎সোমবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এই ঘটনা ঘটে৷

‎প্রত্যক্ষদর্শী মোঃ রিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কলেজ রোড এলাকায় সিএনজি অটোরিকশা হঠাৎ ব্রেক করলে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সিএনজিটিকে। এতে সিএনজিতে মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

‎মীরসরাইয়ে পুলিশ ফাঁড়ির এটিআই সালাউদ্দিন জানান, বিকেলে মহাসড়কের কলেজ রোড এলাকায় সিএনজি অটোরিকশার পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে। কাভার্ডভ্যান চালক ও গাড়ি জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে।

‎এ বিষয়ে জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির ওসি সরকার আব্দুল আল মামুন ও থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও উনাদেরকে ফোনে পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড লরির ধাক্কায় প্রাণ গেল পিকআপ চালকের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধসের শঙ্কা