মীরসরাইয়ে সাড়ে ১১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন তৃতীয় লিঙ্গের মানুষকে (হিজড়া) গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় মীরসরাই প্রাণীসম্পদ অফিসের সামনে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস পুলিশ থামিয়ে যাত্রীদের চেক করার সময় মাদককারবারী ৬ জন হিজড়া বাস থেকে নামার চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশিকালে তাদের কাছ থেকে সর্বমোট এগারো হাজার পাঁচশত পিস ইয়াবা পাওয়া যায়। মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ধৃত হিজড়াদের নাম ঠিকানা যাচাই বাচাই চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।