মীরসরাইয়ে দলীয় মতবিনিময় সভায় যাওয়ার পথে মো. ইলিয়াস নামে এক বিএনপি কর্মীর ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার বিকেলে উপজেলার কাটাছরা ইউনিয়নের কাটাছরা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইলিয়াস পশ্চিম কাটাছরা এলাকার মিঝি বাড়ির ফারুকের ছেলে।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইলিয়াসের ওপর হামলা করে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করানো হয়েছে। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, কাটাছরায় হামলার বিষয়টি তার জানা নেই। কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।