মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সিমান্ত দেব নাথ (২৬) এক ফ্রিজ মেকানিক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিমান্ত উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, শুক্রবার বিকেলে নিজের মোটরসাইকেলের (চট্ট মেট্রো-হ ১৮-৭২৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সিমান্ত দেব নাথ নামের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তান নগর হাসপাতালে) জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় সীমান্ত দেব নাথ নামের আহত একজন রোগীকে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।