মীরসরাইয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মহিলা নি’হত

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ৫:১১ অপরাহ্ণ

মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পথচারী মহিলা নিহত হয়েছে। এই ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) বিকেল ৩টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী ফেনী জেলার উত্তর ফাজিলপুর সদর এলাকার বিক্রম ভৌমিকের স্ত্রী মামতি ভৌমিক। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের কয়েকজন হতাহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী অটোরিক্সা চালক হানিফ মিয়া জানান, মহিলার সাথে একটি মেয়ে এবং একটি বাচ্ছাসহ মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখি স্থানীয় উত্তরা পরিবহনের একটি বাস তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মহিলা নিহত হয় এবং অপর ২ জন গুরুতর আহত হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, দুর্ঘটনায় নিহত একজন নারীর মরদেহ পেয়েছি। নিহতের পরিচয় সনাক্ত করা গেলেও আহতদের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনারপর বাসের চালক পালিয়ে যায়। আমরা বাস আটক করেছি। এ ঘটনায় পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপেকুয়ায় অবৈধ চার করাতকল সীলগালা