বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার মীরসরাই পাইলট স্কুল মাঠে এক যুব সমাবেশ পৌরসভা যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজের সভাপতিত্বে ও শেখ তারিফুল ইসলাম তারেক ও তরিকুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল মহাসড়কের মীরসরাই সদর প্রদক্ষিন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, উত্তর জেলা ওলামা দলের সভাপতি জমির উদ্দিন, মাঈন উদ্দিন লিটন। বক্তব্য রাখেন জামসেদ কমিশনার, তবারক হোসেন, নুরুল আলম কমান্ডার, সরোয়ার হোসেন রুবেল, আবু শাহাদাত সায়েম। সমাবেশে বক্তাগণ বলেন, বলেন ৩১ দফার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠা করে তাদের পাশে দাঁড়ানো। তাই ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। সমাবেশ শেষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন আবুল হাশেম,মনজুর মোর্শেদ কনক, কামরুল হাসান, তানরাজ আহমেদ তপু, রাশেদুল ইসলাম, আশরাফ রিয়াজ, ফিরোজ খান প্রমুখ।