মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে লরির ধাক্কা, শিক্ষার্থীসহ আহত ১০

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ৩:৪৪ অপরাহ্ণ

মীরসরাইয়ে লরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে শিক্ষার্থীসহ ১০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) দুপুরে ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বড়তাকিয়া ঝর্ণা রোডের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। বাসের পাশাপাশি লরিও সড়কের পাশে পড়ে উল্টে যায়।

আহত যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে কয়েকজন নিজামপুর সরকারী কলেজের শিক্ষার্থী রয়েছে। দূর্ঘটনার পরে স্থানীয়রা আহতেদর উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শী রায়হান চৌধুরী জানান, যাত্রীবাহী বাসটি খৈয়াছড়া র্ঝণা রাস্তার মুখে যাত্রী নেওয়ার জন্য সড়কেদাঁড়িয়ে ছিলো। বাসের পেছনে লরির ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে কলেজের ছাত্র-ছাত্রী ছিলো। তাদের উদ্ধার করে হাসপতালে নিয়েছে স্থানীরা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দূর্ঘটনার খবর শুনে দ্রুত পুলিশের টিম পাঠানো হয়েছে। গাড়ি ২টি উদ্ধারের কাজ চলছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো দুই বসতঘর, আহত ১
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে অস্ত্র-কার্তুজসহ গ্রেফতার ২