মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি বিক্রেতার মৃত্যু

‎মীরসরাই প্রতিনিধি : | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১২:৫৫ অপরাহ্ণ

‎মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ হুমায়ুন (২৬) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত হুমায়ুনের বাড়ি উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়নের গড়িয়াস এলাকায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত হুমায়ুনের মরদেহ গাড়ির চাপায় থেঁতলে যায়। বাইকটি পাশেই পড়ে ছিল। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়।

‎নিহতের সহকর্মী মনোয়ার হোসেন জানান, উপার্জন করার মতো আর কোনো ব্যক্তি নেই হুমায়ুনের পরিবারে। সকালে সবজি ব্যবসার জন্য প্রতিদিনের মতো আজকেও বাজারে আসছিল। তার এমন মৃত্যু কিছুতে মেনে নেওয়া যায় না। বেপরোয়া গতিতে কখনো বাইক চালাতো না। বাইপাস এলাকায় বড় গাড়িগুলো অতিরিক্ত বেপরোয়া গতিতে চলে। হাইওয়ে পুলিশ যদি নিয়মিত সড়কে গাড়ির ড্রাইভারদের সচেতন করে এমন দুর্ঘটনা থেকে অনেকে প্রাণে রক্ষা পাবে।

‎জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিনের স্ত্রী–সন্তানদের সম্পদ খতিয়ে দেখছে দুদক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় দেশীয় অস্ত্রসহ পিচ্চি জাহিদ গ্রেপ্তার