মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে চলন্ত মিক্সার ঢালাই মেশিনে পড়ে মোশাররফ (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে অর্থনৈতিক অঞ্চলের মেসার্স এ ডাবলু আর ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চলন্ত ঢালাই মিক্সার মেশিন পরিস্কার করার সময় চাপা পড়ে এই শ্রমিক নিহত হয়।
নিহত শ্রমিক মোশাররফ মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের মৃত আবু তাহেরের ছেলে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার বলেন, মৃত অবস্থায় অর্থনৈতিক অঞ্চলের এক শ্রমিককে মস্তাননগর হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত ঘোষণা করায় পরে আবার হাসপাতাল থেকে নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, শ্রমিক নিহতের বিষয়ে কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো হবে বলে ওসি জানান।