মীরসরাইয়ে রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ে নানা অনিয়মের অভিযোগে তিন দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার উপজেলার করেরহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। তাছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টে তিনটি দোকানের মালিককে তিনটি পৃথক মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর সংশ্লিষ্ট ধারায় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।