মীরসরাইয়ে ব্যাপক শিলাবৃষ্টি, বজ্রপাতে মারা গেল দুই গরু

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর রাত ৫টা থেকে প্রচণ্ড বজ্রপাত, শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যায়। এসময় আমের মুকুল, মাঠের ফসল, মৌসুমী সবজিসহ গাছগাছালি নষ্ট ও টিনের ছালা উড়ে গিয়ে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপজেলার কাটাছরা ইউনিয়নের রহমাতাবাদ গ্রামে দুই দরিদ্র কৃষকের দুইটি গরু বজ্রপাতের কবলে পড়ে প্রাণ হারায়।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর জানান, গ্রামের বেশিরভাগ দরিদ্র কৃষকের ইরি ধান, কারো সবজি ও অনেকের আমের মুকুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইছাখালীর চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, তরমুজ চাষিদের বেশ ক্ষতি হয়েছে ইছাখালীতে। এই বিষয়ে উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন, প্রায় অর্ধশত হেক্টর সবজির ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার কাটাছরা ইউনিয়নের রহমাতাবাদ গ্রামের ইব্রাহিম মাহমুদ জানান, বজ্রপাতের ফলে গ্রামের দুই কৃষক নুরুল করিম ও মফিজুর রহমানের দুইটি গরু প্রাণ হারিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে গ্রেপ্তার ৫২ জন ২ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধফিরিঙ্গিবাজার থেকে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার