মীরসরাইয়ে বেজার জমি দখল করে মাছের ঘের

অভিযানে কোটি টাকার মাছ সাগরে

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে মৎস্যজোন খ্যাত মুহুরী প্রজেক্ট মৎস্য ঘের এলাকায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গত বৃহস্পতিবার সকাল থেকে অর্থনৈতিক অঞ্চলের সিডিএসপি বাঁধ ও সুপারডাইক এলাকার বেশ কিছু মৎস্য ঘেরের বাঁধ কেটে দেয়া হয়। এতে স্থানীয় মাছ চাষিদের কয়েক কোটি টাকার মাছ পাশের সাগরে চলে যায় বলে জানিয়েছে মৎস্য ঘের মালিকরা। বেজা কর্মকর্তারা বলেন, সরকারি জমির দখল করে মাছের ঘের তৈরি করা হয়েছে। অভিযান পরিচালনা করেন মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান উপস্থিত থেকে এসব মাছের ঘেরের পাড় কেটে দেয় বেজা কর্তৃপক্ষ।

বেজার উপব্যবস্থাপক (প্রশাসন) মো. ইয়াছিন জানান, সরকারি জমিতে তারা অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে। ঘের মালিকদের গত বছর ডিসেম্বর থেকে মাছ সরিয়ে নিতে সময় দেয়া হয়েছিলো। তারা বেজার নির্দেশের কর্ণপাত করেনি। আমরা বেজার আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করেছি। প্রথম দিন ১৫টি অবৈধ মাছের ঘের উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধভারতের প্রজাতন্ত্র দিবসে চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ‘যা দিয়ে পরিবার চলত সেই দোকান এখন ছাই’