বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মীরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা সদরের থানা সম্মুখস্থ উন্মুক্ত মাঠে উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজামের সভাপতিত্বে ও বারইয়াহাট পৌর বিএনপির সভাপতি দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় এই জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন– গত ৫ আগষ্টের এই অর্জন বিএনপির দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলনেরই সুফল। তিনি সরকারকে অবিলম্বে সুষ্ঠ নির্বাচন দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, সরোয়ার আলম, মোহাম্মদ আলমগীর, শাহিনুল ইসলাম স্বপন, জাহেদুল ইসলাম, কামরুল ইসলাম, মাঈন উদ্দিন কোম্পানী, আমীর হোসেন, মেজবাহ উদ্দিন, ইফতেখার উদ্দিন জিপসন প্রমুখ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে পৃথক পৃথক মিছিল এসে সমাবেশ এক পর্যায়ে জনসভায় রুপান্তরিত হয়। সমাবেশ শেষে মীরসরাই সদর থেকে বড়তাকিয়া পর্যন্ত ২ কিলোমিটার পর্যন্ত পদযাত্রা করে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে সমাবেশ শেষ করা হয়।