মীরসরাইয়ে বিপনী বিতানে আগুন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের গ্রিন টাওয়ার নামে একটি বিপনী বিতানে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে ভয়াভহ ক্ষতির মুখ থেকে রক্ষা পায় শতাধিক দোকান ও ব্যাংকবীমাসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির এসি থেকে অগ্নিকাণ্ড হলে ভবনের দ্বিতীয় তলার ভিশন ইলেকট্রনিক্স শোরুম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পরে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গেলে মাত্র ৩০ মিনিট সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, তদন্তের আগে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাবে না। তবে ঘটনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এতে ভয়াভহ ক্ষতির মুখ থেকে অসংখ্য প্রতিষ্ঠান রক্ষা পায়।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার প্রতি চীনের সমর্থন যুদ্ধ জোরদার করছে
পরবর্তী নিবন্ধঅপহরণ মামলা রাঙ্গুনিয়ায় সহযোগীসহ দলিল লেখক গ্রেপ্তার