মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৪:৫৫ অপরাহ্ণ

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল (১৯) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুর ১২টা মীরসরাই পৌর সদরের হাজী সোলেমান মার্কেটের জমজম সুইটসে এই ঘটনা ঘটে।

নিহত রাসেল মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম আমবাড়িয়া এলাকার বেলাল ড্রাইভার বাড়ির বেলাল মিয়ার পুত্র। সে জমজম সুইটসের মীরসরাই শাখার কর্মচারী হিসেবে নিয়োজিত ছিল।

স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ জানান, প্রতিদিনের ন্যায় দোকানের মালামাল সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অল্প বয়সে রাসেল পরিবারের হাল ধরেছেন।

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: মাহমুদা আক্তার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট রাসেল হাসপাতালে আসার আগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মীরসরাই থানার ওসি তদন্ত দিপেশ রায় বলেন, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর মইজ্জ্যারটেক পশুর হাট পরিদর্শনে সিএমপি কমিশনার
পরবর্তী নিবন্ধশাহ আমানত সেতুর এক্সপানশন জয়েন্টের ত্রুটি ২৪ মাসেও সারায়নি সওজ