মীরসরাইয়ে তিন ইউনিটে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতা–কর্মীরা। গত মঙ্গলবার দুপুরে তারা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ঘোষিত কমিটিকে অবৈধ পকেট কমিটি বলে অভিহিত করে তা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার সহস্রাধিক নেতা–কর্মী বিক্ষোভে অংশ নেন।