মীরসরাইয়ে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৪ এপ্রিল, ২০২৫ at ১১:১৫ অপরাহ্ণ

মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে দ্রুতগামী বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা সাদিয়া ইয়াসমিন জুথি উদ্ধার করে স্থানীয় বড়তাকিয়া বেসরকারি রেডিয়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার বাসিন্দা। সাদিয়া আফরিন জুথি আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথির মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ রেখে পালালো স্বামী
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের প্রবীণ সাংবাদিক জামাল উদ্দিন মারা গেছেন