ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামমুখী শিক্ষা সফরের একটি বাস দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। আহতরা সবাই ঢাকার নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
আহত বাসের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের তুলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ৪০জন শিক্ষার্থী কঙবাজার ও রাঙামাটি দেখার জন্য রাতে রওনা হন। পথিমধ্যে ভোরে বাস সড়কের পাশে খাদের পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিক্ষার্থী অনিক, নাঈম, বোরহান, বাস চালক জসিম অন্যতম। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি। জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ–পরিদর্শক বোরহান উদ্দিন জানান, মিঠাছড়া পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে বাসটি মহাসড়কের পাশে একটি গাছসহ খাদে পড়ে যায়। এতে মানসিক ভারসাম্যহীন লোকটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় জানা যায়নি।