মীরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে তানিশা নুর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তানিশা ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশু তানিশার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এই সময় সবার চোখ ফাঁকি দিয়ে সে পুকুরে ডুবে যায়। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করেরহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন ফারুক বলেন, পানিতে ডুবে তানিশা নুর নামে একটি শিশু মৃত্যু হয়েছে। আজ বাদ আসর জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়েছে।