মীরসরাইয়ে পাচারকালে ৫ তক্ষক উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে যৌথ অভিযানে ৫টি তক্ষক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার বিকালে মীরসরাই উপজেলার করেরহাট এলাকায় অভিযান চালিয়ে তক্ষকগুলো উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

এ সময় মো. মাসুদ (৩৫) নামে একজনকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধার করা তক্ষক বন বিভাগের সহযোগিতায় করেরহাট রিজার্ভ ফরেস্ট এলাকায় অবমুক্ত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, যেকোনো মূল্যে বন্যপ্রাণী রক্ষা করতে হবে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর অধীন মীরসরাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাডভ্যান খাদে, চালক নিহত
পরবর্তী নিবন্ধউত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদের কারামুক্তি