মীরসরাইয়ে দুই বাসের সংঘর্ষ, আহত ৩০

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে চয়েস বাসের সাথে সৌদিয়া বাসের সংঘর্ষে দুই বাসের প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপতালে পাঠিয়েছেন।

আহত যাত্রী কলি জানান, তারা সৌদিয়া বাসে ঢাকা থেকে চট্টগ্রামে পৌছার সময় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম ফাটোয়ারি জানান, দুর্ঘটনায় খবর শুনে তারা ছুটে আসেন। বাস থেকে যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে এবং আইনগত বিষয় প্রক্রিয়াধিন।

পূর্ববর্তী নিবন্ধআরসার কমান্ডারসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধবাহারচড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ