মীরসরাইয়ে তালা কেটে ৫ দোকানে চুরি

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

 

মীরসরাই পৌর সদরের সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মীরসরাই পৌর বাজার পরিচালনা কমিটির প্রচার সম্পাদক মো. নুর উদ্দিন জানান, শুক্রবার রাতে স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ভাই ভাই টেলিকম, তাকওয়া ফ্যাশন গ্যালারি, দুবাই ইলেকট্রিক, এনএস ট্রাভেল ও তাসনিম কুলিং কর্নারের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। এ সময় ভাই ভাই টেলিকম থেকে ৩৫টি স্মার্টফোন নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য সাত লাখ। দুবাই ইলেকট্রিক থেকে নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে।

মীরসরাই থানার উপসহকারি পরিদর্শক সানা উল্লাহ বলেন, স্কুল মার্কেটে দোকান চুরির ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাহোপ চট্টগ্রাম জেলার বিজ্ঞান সেমিনার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ