মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র জব্দ

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রশস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেট গাড়িসহ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের নিজামপুর পুলিশ তন্দন্ত কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন, ফেনী জেলার লেমুয়া এলাকার মৃত হরেন্দ্র দেবনাথের ছেলে বিমল দেবনাথ (৪৫), সীতাকুন্ড থানার বাড়বকুন্ড এলাকার জসিম উদ্দিনের ছেলে শাহিন উদ্দিন জাফর (২৫), ভাটিয়ারী সিডিএ এলাকার মৃত নুর ইসলামের ছেলে নুর নবী (৩৫) ও কুমিল্লা জেলার মাধবপুর এলাকার ফুল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২১)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডাকাত দলের সদস্যদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপনে চুক্তি
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাত করলে দেশ বিপদে পড়বে