মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ১২:১৫ অপরাহ্ণ

মীরসরাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর কমর আলী রাস্তার মাথা হইতে ৫০গজ পশ্চিমে জনৈক শিপনের ইট বালির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করে মীরসরাই থানা পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিক ছেলে মোঃ খোকন (২৮), একই এলাকার মৃত জামাল মিয়া ছেলে মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার মৃত আলতাফ আরী ছেলে রাসেল হোসেন (৩৩), কুমিল্লা নাঙ্গলকোট থানার মোঃ মোস্তফা ছেলে মোঃ মনসুর আলম (৩৬)।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। আটকের ঘটনায় থানায় মামলা (নং ১৪) করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসসিআর এবং সিএসসিআর কার্ডিয়াকের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধপরিবহন থেকে চাঁদা আদায়কালে ৯ জন হাতেনাতে গ্রেফতার