অবশেষে মীরসরাই উপজেলা ও থানা প্রশাসন দুদিন দুই রাত অরক্ষিত ও অনিশ্চয়তার মধ্যে থাকার পর অবশেষে সেনাবাহিনীর অবস্থানের ফলে মীরসরাই উপজেলায় ফিরে আসতে শুরু করেছে শৃঙ্খলা। গতকাল বুধবার দুপুরের পর থেকে মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর টহল ও উপজেলা পরিষদে সেনা ক্যাম্প স্থাপনের পর যেন কিছুটা স্বস্তি ফিরে এসেছে। ইতিমধ্যে গরু মহিষ লুটকালে আটক করা হয়েছে ডাকাতদলের সদস্য।
চট্টগ্রাম সেনানিবাস থেকে দায়িত্ব নিয়ে মীরসরাই উপজেলায় আসা সেনা কর্মকর্তা ল্যাফটেনেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ থেকে এখানে লেফটেনেন্ট কর্নেল আল আমিনসহ একটি সেনা টিম আইনশৃংখলা নিয়ন্ত্রণে কাজ করবে। ইতিমধ্যে উপজেলার বড়দারোগারহাট এলাকায় একটি গরুর খামার থেকে গরু মহিষ লুট করে নিয়ে যাবার সময় কিছু দেশীয় অস্ত্রসহ একরামুল হক (২৮) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। একরামুল হক পার্শ্ববর্তী মহালংকা গ্রামের কবির হোসেনের পুত্র। সেনাবাহিনীর কাছে তার স্বীকারোক্তি মতে এ কাজে বাহার, রুবেল, সাকিব, আকিব, তসলিম আশরাফ ৭ জন মিলে কিছু গরু মহিষ লুট করেছিল। উপজেলায় সেনা ক্যাম্পে কর্তব্যরত সার্জেন্ট রুহুল জানান, খবর পেয়ে ক্যাপ্টেন ইলহাম ওই এলাকায় পৌঁছালে ডাকাতদল পালিয়ে যাবার সময় দলের এক সদস্য একরামকে কুড়াল, লোহা, দাসহ আটক করা হয়েছে। এদিকে সেনা কর্মকর্তাগণ বিভিন্ন স্থানে খবর পেয়ে ছুটে যাচ্ছেন এবং বিভিন্ন হাটবাজারে টহল দিচ্ছেন। এতে এলাকাবাসীর মনে স্বস্তি ফিরে এসেছে।