মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৮:২৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়াহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে রফিক উদ্দিন (৪০) নামে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলের দিকে ঢাকাচট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উদ্দিন উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় তার শ্বশুর বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

জানা যায়, গতকাল বিকেলে প্রতিবন্ধী রফিক উদ্দিন রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে। পরে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী নিহত হয়েছেন। আমরা যাওয়ার আগে পরিবারের লোকজন তার লাশ নিয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধকেইপিজেড ট্রাস্ট হাসপাতালে সেবার মান হবে ইয়নসেই মেডিকেলের আদলে
পরবর্তী নিবন্ধ১১ দাবিতে আবারো কন্টেনার পরিবহন বন্ধের হুমকি প্রাইমমুভার মালিক-শ্রমিকদের