ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহকারী ইফসুফ (৪২) নিহত হয়েছেন।
আবার পৃথক সড়ক দুর্ঘটনায় কমলদহ এলাকায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তার নাম বাসু দেব (৩৬)।
শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ গাড়িতে আটকে থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের সহকারী মোঃ ইফসুফ নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারকারী দলের ইনচার্জ আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, সকালে বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। আবার পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেনে বিকাল ৪টায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাসু দেব পাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত বাসুদেব পাল উপজেলার জোরারগঞ্জ খানাধীন দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীশ্বরাই গ্রামের বাবুল পালের পুত্র।