মীরসরাইয়ে ঝরনায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীর লাশ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৮ অপরাহ্ণ

মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় নিখোঁজের ৩ দিন পর সিফাতুর রহমান মজুমদার নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে খৈয়াছড়া ঝরনার কূপে তার লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিস কর্মীরা তা উদ্ধার করে।

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝরনা এলাকায় ঝরনার প্রতিটি ধাপে খুঁজেও সিফাতুরের সন্ধান মেলেনি। সকাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি শুরু করে। দুপুরের দিকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।

১৩ বন্ধুকে নিয়ে ঢাকা থেকে ঘুরতে আসেন সিফাতুর রহমান গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিখোঁজ হন তিনি।

নিহত সিফাতুরের সাথে ঘুরতে আসা বন্ধুরা জানান, তারা মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঝরনা এলাকায় ঢুকেন। কিছুক্ষণ ঘুরেফিরে পাহাড়ের একটি স্থানে বন্ধুরা মিলে নাস্তা করেন। এরপর বিকেল ৩টার দিকে সিফাতুর নিখোঁজ হন। পরবর্তী কয়েক ঘণ্টা খোঁজার পরও তার খোঁজ না মেলায় বিষয়টি তার পরিবারকে জানায় এবং পরে ওই দিন দিবাগত রাত ৮টার দিকে মীরসরাই থানা পুলিশের কাছে বিষয়টি জানায়।

পরদিন বুধবার সকাল থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঝরনার কূপে-ঝোপে জঙ্গলে সবখানে দেখেও উদ্ধার করতে পারেনি। সর্বশেষ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিফাতুরের লাশ ঝরনার কূপের পানিতে ভেসে উঠলে বেলা ১টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহত সিফাতুর রহমান মজুমদার ঢাকার মিরপুর-১ এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ইউনির্ভাসিটি অব ডেভলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের শিক্ষার্থী।

মীরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দ্বীপ্তেশ রায় জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সিফাতুরের লাশ ফুলে গেছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। আপাদত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন যেতে নিতে হবে অনুমতি
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে আ.লীগ সমর্থিত ৪ ইউপি চেয়ারম্যান কারাগারে