মীরসরাইয়ে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার কমরআলী বাজারে জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা ও মীরসরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এই উপলক্ষে জিয়া স্মৃতি সংসদের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তর জেলা যুবদলের যুগ্মসম্পাদক আব্দুর রহিম বেলালের সঞ্চালনায় কমরআলী বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সালাউদ্দিন সেলিম, মাঈন উদ্দিন চৌধুরী, নুর হোসেন, ফজলুল হক। আউয়াল চৌধুরী বলেন, মীরসরাই উপজেলার এই ঐতিহাসিক বাজারে আমরা শহীদ জিয়া সংসদের যাত্রা পুনঃসূচনা করতে পেরে আনন্দিত। কেউ যেন এই স্মৃতি সংসদকে পুঁজি করে কোন প্রকার অন্যায় সুবিধা নিতে না পারে এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে অবশ্যই সজাগ থাকবে হবে।

শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের দলের চেয়ারপার্সনের ঘোষণা কারো নামে স্লোগান কেউ দিবেন না। কারো নামের অপব্যবহার কেউ করবেন না। বরং শহীদ জিয়ার আদর্শ ও দলের সমর্থক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সুখেদুখে ধানের শীষের আদর্শ নিয়ে পাশে থাকুন। তিনি দলের শৃঙ্খলা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আরাফাত
পরবর্তী নিবন্ধছৈয়দাবাদ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা