মীরসরাইয়ে জামায়াত-শিবিরের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৩

মীরসরাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে জামায়াতশিবিরের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩ জনকে আটক করে গতকাল বুধবার জেলে পাঠিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন।

মামলায় উত্তর জেলা জামায়াতের আমির নুরুল আমিন চৌধুরী, সেক্রেটারি আলা উদ্দিন শিকদার, উপজেলা জামায়াতের আমির নুরুল কবির ও জোরারগঞ্জ থানা আমির নুরুল হুদা হামিদীসহ ৪৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া এ মামলায় এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন ওয়াহেদপুর ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী আবু বক্কর (৫০), কাজী কফিল উদ্দিন লতিফি (৫০) ও শাহাব উদ্দিন (৪৫)

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, মঙ্গলবার সুফিয়া রোড় এলাকায় ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা সরকার বিরোধী স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত ও গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। তিনি বলেন, এ ঘটনায় আব্দুল আজিজ নামে আওয়ামী লীগের এক নেতা বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে গতকাল বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর ধলইয়ে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধপ্রজেক্ট প্রদর্শনীতে সাউদার্ন ইউনিভার্সিটি দ্বিতীয়