“আমি কন্যা শিশু -স্বপ্ন গড়ি-সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মীরসরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে আলোচনা সভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রাফাত ইবনে মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা মানিক জ্ঞান চাকমাসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
এছাড়া কন্যাশিশু ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য মানে সমাজকে পিছিয়ে দেওয়া। পরিবার থেকে শুরু করে বিদ্যালয় ও সমাজ—সব জায়গায় কন্যাশিশুকে মর্যাদা, ভালোবাসা ও সুযোগ দিতে হবে। সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি কন্যাশিশু নিরাপদ, শিক্ষিত ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। পরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে পাঁচটি মহিলা সমিতিকে চেক প্রদান করা হয়।