মীরসরাইয়ে চোরাই সেগুন কাঠসহ ইউপি সদস্য আটক

মীরসরাই প্রতিনিধি  | সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে চোরাই সেগুন কাঠ ট্রাকসহ আবদুল্লাহ আল মামুন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বনবিভাগ। গতকাল রোববার ভোরে সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়ার স্টেশন এলাকা থেকে বনবিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় একটি মিনি ট্রাক ভর্তি ১৮ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়। আবদুল্লাহ আল মামুন মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের ৬ নন্বর ওয়ার্ডের সদস্য এবং মধ্যম তালবাড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

বন বিভাগের মীরসরাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ জানান, দীর্ঘদিন মামুনের বিরুদ্ধে সংরক্ষিত বন থেকে অবৈধ ভাবে গাছ কেটে পাচারের অভিযোগ ছিল। কিন্তু তাকে ধরা যাচ্ছিল না। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তালবাড়িয়ার স্টেশন এলাকায় একটি ট্রাকে চোরাই সেগুন কাঠ লোড দেয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তাকে আসামি করে বন আইনের ২৬ ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার ওসি কবির হোসেন জানান, বন কর্মকর্তা শাহেনশাহ নওশাদ বাদি হয়ে উক্ত মেম্বারকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য ও পর্যটন সম্পর্ক বাড়াতে আগ্রহী : রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধপ্রবীণদের জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল ও একটি ওল্ড হোম নির্মাণ করা হবে