ছাত্র–জনতা মীরসরাই উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র–জনতা, জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্ত্বরে পুকুরের পাশে থাকা শেখ মুজিবের ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় তারা ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান।
মীরসরাই বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আসিফ বলেন, আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখব না। এ ব্যাপারে আমরা, ছাত্রদল, ছাত্র শিবির, আমজনতা সবাই ঐক্যবদ্ধ।