মীরসরাইয়ে গার্মেন্টস এক্সেসরিজ অ্যাসো’র ফ্রি মেডিকেল ক্যাম্প

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের জোরারগঞ্জের নাহেরপুর উচ্চ বিদ্যালয় ও আবুরহাট উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম গার্মেন্টস এক্সেসরিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টা থেকে বন্যা দুর্গতদের সেবায় হাজারো রোগীকে প্রয়োজনীয় ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও চিকিৎসা সেবা দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেনডা. মিজানুর রহমান, ডা. রওশন লিজা, ডা. মনির উল্লাহ সাজ্জাদ, ডা. ইয়াসিন চৌধুরী ও ডা. উম্মে হাবীবা উর্মি, ডা. সানজানা ইসলাম, ডা. মুনতাসির কাদেরি, ডা. তানজিনা হীরা, ডা. ইফফাত কানন রাইসা, ডা. মুফরাদুলা ইসলাম। এছাড়া স্বেচ্ছাসেবক ছিলেন আদিবা তাবাসসুম, তানভীর হাসান, শারমিন সুলতানা মিথিলা, মিসমাহ জান্নাত, ইসরাত ইফফাত, সাইমা আনজুম, আইমান বিনতে রহমান, সাফি সামী বেগ, এসএম নয়ন। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহায়তা করে মীরাসরাই উপজেলা প্রশাসন। অপরদিকে মেডিকেল ক্যাম্প ছাড়াও বন্যার্তদের জন্য চট্টগ্রাম গার্মেন্টস এঙেসরিজ অ্যাসোসিয়েশন পক্ষ থেকে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৬ লাখ টাকা দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪ মামলা
পরবর্তী নিবন্ধড. মনিরুজ্জামান, মাহবুবুল হক ও আশরাফুল আলম পিনটু বেঁচে থাকবেন তাঁদের সৃষ্টিকর্মে