মীরসরাইয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে আবুল কাশেম (৩৮) নামের ওই যুবদল নেতাকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর মা।
রোববার (১১ মে) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবুল কাশেম ওই ইউনিয়নের মৃত আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়রা জানান, আবুল কাশেম করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনার পর তাকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী কিশোরীর মা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রিপুরা জনগোষ্ঠীর ওই কিশোরীর বাবা–মা দুজনই দরিদ্র দিনমজুর। রোববার বিকেল ৫টার দিকে নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী প্রাইভেট পড়ে ঘরে এসে রান্নার কাজ করছিল। তখন স্থানীয় আবুল কাশেম বাড়ির উঠোনে এসে তার কাছে পানি পান করতে চান। পানি পানের পর আবুল কাশেম কিশোরীর বসতঘরে ঢুকে পড়েন এবং ধর্ষণচেষ্টা চালান।
এ বিষয়ে অভিযুক্ত আবুল কাশেম বলেন, ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সত্য নয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ইন্ধনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে সোমবার বিকেলে অভিযুক্ত আবুল কাশেমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে যুবদল জোরারগঞ্জ থানা শাখা। এর কারণ হিসেবে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আশা করা যাচ্ছে পুলিশ যে কোনভাবেই তাকে আইনের আওতায় আনতে সক্ষম হবে।