মীরসরাইয়ে কাভার্ডভ্যান পিষে মারলো ৩ জনকে

আজাদী অনলাইন | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ১১:১৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান পিষে মারলো ৩ শ্রমিককে। এতে আরেকজন শ্রমিক গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর থানার রায়পুর এলাকার মালেক বেপারী ছেলে শফিকুল ইসলাম (৪২), একই থানার সৌখেতু পাড়া এলাকার আবুল কালামের পুত্র আলমগীর হোসেন (৪৫), অপরজন ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ুন কবির পুত্র মাসুদ মিয়া (৩৫)। আহত মাজেদ (৪৫)।

প্রত্যক্ষদর্শীর পাইপ লাইনে কর্মরত শ্রমিক মো: আলম জানান, তারা সবাই সকালে নাস্তা করে কাজে যাচ্ছিল। পেছন থেকে একটি কাভার্ডভ্যান গাড়ি এসে পিষে দিলে সড়কে তাদের ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ির চালক ঘুমে ছিলো বলে মনে করছেন স্থানীয়রা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সোহেল সরকার বলেন, ‘আমরা কভার্ডভ্যান গাড়িটি জব্দ করেছি। নিহতদের লাশ হাইওয়েতে ফাঁড়িতে আছে। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে রাস্তার ধারে ব্যাগভর্তি মৃত নবজাতক
পরবর্তী নিবন্ধকাউখালীতে নির্মাণাধীন কালভার্টে অটোরিকশা পড়ে চালকের মৃত্যু