মীরসরাইয়ে মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ৩শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
১ নভেম্বর (শুক্রবার) দিনব্যাপী উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলার সিনিয়র মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ জানান, ইলিশ ও সামুদ্রিক মাছ আহরণে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর চলমান ২২ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে শুক্রবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে পোয়া, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০ কেজি সামুদ্রিক মাছ ও ৪০ কেজি বরফ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত বরফ সমুদ্রে ফেলে নষ্ট করা হয়েছে এবং জব্দকৃত মাছ কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছেন কোস্টগার্ডের মীরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোসলেহ উদ্দিন।