মীরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার এক

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে দেশীয় তৈরি ২টি আগ্নেয়াস্ত্র, পিস্তলের ম্যাগাজিন ও কার্তুজসহ মো. বাহার (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী সালাউদ্দিনের খামারের পাশে রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, বুধবার রাত ১টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পূর্ব ইছাখালী সালাউদ্দিনের খামারে অভিযান চালানো হয়। এ সময় মো. বাহারকে ১টি নেভি ব্লু রংয়ের হ্যান্ডব্যাগের ভেতর ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (পাইপ গান), ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি বার বোর শর্ট গানের তাজা কার্তুজ এবং অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত ১টি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা ৪ জন আসামি দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। মো. বাহারকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধকবি ও কবিতা: স্বপ্ন লন্ঠনের তের শিখা
পরবর্তী নিবন্ধ৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ