চট্টগ্রামের মীরসরাইয়ে বনবিভাগের অভিযানে অবৈধ সেগুন কাঠসহ মিনি কাভার্ভভ্যান জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১১ ঘটিকার অবৈধ কাঠ পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে টহল দল কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে মিনি কাভার্ডভ্যান নং ঢাকা মেট্রো – (ন-১৭-৩০০৫) যোগে অবৈধভাবে কাঠ পাচারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকা থেকে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
এতে পাওয়া যায় ২০ টুকরা রদ্দা ৯৫.৬৮ ঘনফুট কাঠ সহ একটি মিনি কাভার্ডভ্যান। যাহা বন কর্মকর্তারা তাৎক্ষণিক জব্দ করেন।
মিনি কাভার্ডভ্যান ও জব্দকৃত কাঠ সমূহ পরিদর্শন করেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ।
এই বিষয়ে মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. কায়চারের নির্দেশে বন রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই ব্যাপারে বন বিভাগের মামলা প্রক্রিয়াধীন।