মীরসরাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৬:০৬ অপরাহ্ণ

মীরসরাইয়ে ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেবো পেট্রোল পাম্পের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের পাশে মহিলাটিকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা কেউ তাকে চিনছেন না। পরে পুলিশ খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, মহাসড়কের পাশে অজ্ঞাত নারী পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে মহিলাটি মানসিক ভারসাম্যহীন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে দুইটি ইটভাটা বন্ধ, ১ লাখ টাকা জরিমানা