শনিবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন মীরপাড়া এলাকার একটি ভবনে পানির পাম্প (মোটর) মেরামতকালীন বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দগ্ধ চার জনের মধ্যে ৩ জনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এই তিনজন হলেন- বাবলু (৩৫), শাহ আলম (৩৮) ও অবুঝ মিয়া (১৫)। চমেক হাসপাতালের বার্ন ইউনিট থেকে শনিবার দিবাগত রাত তিনটার দিকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আমির।
প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ডবলমুরিং থানাধীন মীরপাড়া এলাকার নজরুল আলম বাবুলের তিনতলা ভবনের নীচতলায় পানির মোটর মেরামতকালীন বৈদ্যুতিক শট সার্কিটে চারজন দগ্ধ হন। চারজনের মধ্যে ভবনের মালিক নজরুল আলম (৫২) বর্তমানে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। চারজনের শরীরের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন নায়েক আমির।