নগরীর ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবের নির্বাচনে মিয়া মোহাম্মদ আবদুর রহিম চেয়ারম্যান এবং জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সদস্য পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ৯জন সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়েছেন সদস্য পদে ডা. ফাহিম হাসান রেজা। এর আগে শনিবার বিকেল থেকে ক্লাবের ১৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয় রাতে। গভীর রাতে ঘোষণা করা হয় ফলাফল।
নির্বাচনে সর্বমোট ৯২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৫৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মিয়া মোহাম্মদ আবদুর রহিম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন গত কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।
কার্যকরী সদস্য পদে ডা. ফাহিম হাসান রেজা ৮৫১ ভোট, মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ ৮৩৩ ভোট, মোহাম্মদ জাহিদ সুলতান টিপু ৮৩০ ভোট, মোহাম্মদ আবু আহমেদ হাসনাত ৮২৪ ভোট, মোসলেহ উদ্দিন অপু ৮০২ ভোট, এডভোকেট সাবরিনা চৌধুরী ৭৩১ ভোট, মোহাম্মদ ইয়াকুব ৭১৫ ভোট, মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া বাবুল ৬৯৭ ভোট এবং মোহাম্মদ সালামত উল্ল্যাহ বাহার ৬১৬ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।