মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় কিশোর দুই জেলে বিদ্ধ হয়েছে। আরাকান আর্মির ছোঁড়া গুলিতে তারা আহত হয়েছে বলে দাবি জেলেদের। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং ঝিমংখালী সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র। খবর বিডিনিউজের।

আহতরা হলো, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)। আহতরা এখন উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

হোয়াইক্যং ঝিমংখালী এলাকার জেলে ইমান হোসেনের দাবি, দুপুরের দিকে নাফ নদীতে নৌকায় করে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের লক্ষ্য করে ১০ থেকে ১৫টি গুলি ছোঁড়ে। এতে সোহেল ও ওবাইদুল্লাহ গুলিবিদ্ধ হয়। ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে কুতুপালংয়ের এম এস এফ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

এসআই খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার পেয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছেন।

এর আগে ১২ জানুয়ারি হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে শিশু সুমাইয়া হুজাইফা (১১) গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরদিন ১৩ জানুয়ারি একই সীমান্তে ‘বাংলাদেশ অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে আবু হানিফ (২৬) নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির দুই কর্মীর ওপর হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধসরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের