রোহিঙ্গা সংকট সমাধানে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ-মিয়ানমার ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বুধবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
চীনের উদ্যোগে ঢাকায় সচিব পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে ইতিবাচক আলোচনা হবে বলে আশা করি। গত বছর জানুয়ারিতে আমাদের মধ্যে যে বৈঠক হয়েছিল, তাতে কিছুটা ডেভেলপমেন্ট হয়েছিল। এমনিতে মিয়ানমার খালি শোনে। কোনো কিছুর উত্তর দিতে চায় না। শুধু বলে পরে জানাবে।
মন্ত্রী বলেন, গত ৯ জানুয়ারি চীনের মধ্যস্থতায় সচিব পর্যায়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ও তাদের দেশে নির্বাচনের অজুহাত দিয়ে বৈঠকটি করেনি মিয়ানমার। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে মিয়ানমার সফরে রয়েছেন। বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
অন্যদিকে গত আড়াই বছরে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। এ সময়ের মধ্যে মাত্র ২৮ হাজার রোহিঙ্গাকে নিজেদের অধিবাসী বলে স্বীকৃতি দিয়েছে দেশটি। সংশ্লিষ্টরা জানান, মিয়ানমার অত্যন্ত ধীর গতিতে এগুচ্ছে। এখন পর্যন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই করেছে তারা। এর মধ্যে ২৮ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে। বাকি ১৪ হাজার রোহিঙ্গার নাম তাদের ডাটাবেজে নেই বলে জানিয়েছে।